আমি লাবনী আক্তার, প্রতিষ্ঠাতা গ্রামীণ স্বাদ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কিছু একটা করব। সংসার আর সন্তান সামলাতে বাইরে চাকরি করা সম্ভব হয়নি, কিন্তু মনের ভেতর সেই স্বপ্নকে কখন মরতে দেইনি। ভেবেছিলাম, একদিন আমি এমন কিছু করব—যা শুধু আমার পরিবারের নয়, অসংখ্য পরিবারের জন্য আস্থা আর ভালোবাসার জায়গা হবে।
একদিন নিজের প্রয়োজনেই বানালাম একটু আনসল্টেড বাটার। কাছের মানুষদের দিলাম উপহার হিসেবে, কেউ কেউ কিনতে চাইল। সবাই বলল—"এটা সত্যিই খাঁটি, দারুণ স্বাদের।" সেই প্রশংসাই আমাকে নতুন পথ দেখাল। স্বামীকে বললাম, “আমাকে গ্রাম থেকে খাঁটি গুড়ো মশলা আর সরিষার তেল এনে দাও।” তিনি এনে দিলেন, আমি মোবাইলে ছবি তুলে অনলাইনে পোস্ট দিলাম। স্বামী অফিস থেকে ফেরার আগেই সব বিক্রি হয়ে গেল। তখনই বুঝতে পারলাম আসলেই মানুষ খাঁটি জিনিসের অপেক্ষায় আছে। সেই থেকেই জন্মনিল আমার স্বপ্নের ব্র্যান্ড— গ্রামীণ স্বাদ।
আজ আলহামদুলিল্লাহ, সেই ছোট্ট শুরু এখন অনেক বড় রূপ নিয়েছে। কুষ্টিয়ায় আমাদের নিজস্ব মিল্কি আইটেম প্রোডাকশন কারখানা, ঢাকায় অফিস আর ২০ জনের নিবেদিতপ্রাণ টিম নিয়ে আমরা কাজ করছি। প্রতিদিন নতুন নতুন ক্রেতা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আস্থা রাখছেন, ভালোবাসছেন।
গ্রামীণ স্বাদ আমার কাছে শুধু একটি ব্যবসা নয়, এটি আমার স্বপ্ন, আমার পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসার প্রতিফলন। আমি চাই প্রতিটি পরিবার নিরাপদ ও খাঁটি খাবার পাক, চাই আগামী প্রজন্ম সুস্থ থাকুক প্রকৃতির আসল স্বাদ পাক।
গ্রামীণ স্বাদ আজ একটি ব্র্যান্ড নয়, এটি এক আবেগ, এক আস্থার নাম।
এবং এর পেছনে কাজ করছি, আমি—লাবনী আক্তার, একজন মা, একজন উদ্যোক্তা, একজন স্বপ্নবাজ নারী।
Thanks for subscribing!
This email has been registered!