অর্গানিক গ্রিন টি
আমাদের গ্রিন টি হল পঞ্চগড়ের। আমরা সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে চা চাষাবাদ করছি। হ্যান্ড প্লাগ্নিন পদ্ধতিতে একটি কুঁড়ি দুটি পাতা সংগ্রহ করে তারপর আস্ত একটি কুঁড়ি দুটি পাতার গ্রিন টি প্রডাকশন করা হয়। আপনার হেলদি লাইফ স্টাইলে এবং চা এর আসল স্বাদ পেতে একবার ট্রাই করুন আমাদের গ্রিন টি ।
গ্রিন টি-এর প্রধান উপকারিতা:
- গরম পানিতে ৪ মিনিট গ্রিন টি এর ৪-৬ টি পাতা দিয়ে ঢেকে রাখুন তারপর সেই পানি পান করুন। চাইলে পাতা গুলা ২ বার ব্যবহার করতে পারেন ।
- সকালের নাস্তার পর (ডিহাইড্রেশন প্রতিরোধ করুন)
- ব্যায়ামের 1/2 ঘন্টা আগে (চর্বি পোড়া)
- খাবারের 1 ঘন্টা আগে এবং পরে (চর্বি শোষণ রোধ করুন)
- শোবার আগে 1/2 ঘন্টা (ওজন হ্রাস)
- গ্রিন টি পানের সময় যেসব ভুল করবেন না
- অনেকে গ্রিন টি-র সঙ্গে উচ্চ ক্যালরিযুক্ত বিস্কুট কিংবা নোনতা খাবার খান। এই ভুলে ওজন বেড়ে যায়। এর বদলে সকালে স্বাস্থ্যকর নাশতার সঙ্গে গ্রিন টি পান করুন।
- গ্রিন টি উপকারী বলে সকালে উঠেই খালি পেটে গ্রিন টি-তে চুমুক দেবেন না। খালি পেটে চা পান করলে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই খালি পেটে চা পান না করে হালকা কিছু খেয়ে তার পরেই চা পান করুন।
- গ্রিন টি মেদ ঝরাতে সাহায্য করে। ভালো উপকার পেতে এর মধ্যে দারচিনির গুঁড়ো দিন। মেদ ঝরাতে গ্রিন টি ও দারচিনির গুঁড়োর ভূমিকা অনন্য। এ চায়ে কয়েক ফোঁটা পুদিনা পাতার রস মেশান। যারা গ্রিন টি পছন্দ করেন না, পুদিনা পাতার রস যোগ করলে তারাও এ চা পান করতে পারবেন। ভুলেও গ্রিন টিতে দুধ, চিনি যোগ করবেন না। এতে হীতে বিপরীত হয়।
- গ্রিন টি-র সঙ্গে লেবুর রস ও আদা মিশিয়ে পান করতে পারেন। দিনে তিন বার এই চা পান করুন। এ পদ্ধতিতেও কোনো চিনি যোগ করা যাবে না।
- রাতে ঘুমানোর বেশ কয়েক ঘণ্টা আগে চা পান বন্ধ করতে হবে। চেষ্টা করুন সন্ধ্যার পর আর চা পান না করতে। রাতের দিকে চা পান করলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর ঘুম কম হলে হজমের সমস্যা দেখা দেয়।
1740633665.jpg)